ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯-এর আইন বাতিল এবং জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স পাওয়ার দাবিতে মানববন্ধন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গার ইটভাটা মালিক-শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের শহীদ হাসান চত্বর অবরোধ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন।
জেলার অর্ধশতাধিক ইটভাটার মালিক ও শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের সময় প্রায় আধাঘণ্টা জেলা শহরে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইটভাটা মালিক সমিতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
বিডি প্রতিদিন/এমআই