কুমিল্লায় সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের পক্ষ থেকে মেধা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ১০ম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল সাফি ও নুসরাত জাহান নোভাকে বৃত্তির নগদ অর্থ ও বই প্রদান করা হয়।
কুমিল্লা হাইস্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। সংসদের সভাপতি ডা. গোলাম শাহ জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ফখরুল হুদা হেলাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান ভুঁইয়া, সংসদের সাধারণ সম্পাদক ইয়াসমীন রিমা ও সাংবাদিক সমিতি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বী দেশের প্রাচীন সংবাদপত্র আমোদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার স্মৃতি রক্ষায় গঠিত হয় সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ।
বিডি প্রতিদিন/আবু জাফর