ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ হাজার ৫০ ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন দেওয়া হয়।
এসময় ভ্যাকসিন হাসপাতাল থেকে রিসিভ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই ওয়াহিদুজ্জামান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার জেলা থেকে একটি কাভার্ডভ্যানে করে করোনা ভ্যাকসিন হাসপাতালে আনা হয়। আমরা ভ্যাকসিনগুলোর তাপমাত্রা মেপে রিসিভ করি। আগামী ৭ তারিখ সকাল ৯টা থেকে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হবে।
বিডি প্রতিনিধি/এমআই