জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিসহ ৩ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের মাস্টার মাইন্ড কেজি স্কুল চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবীব, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত