বগুড়ার শেরপুরে বসতবাড়িতে ঢুকে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানীর চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মামলার আসামি মোহাম্মদ নূর আলমকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে তিনি।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা ওই নারীকে বেশ কিছুদিন ধরে নূর আলম নানাভাবে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে বসতবাড়ির টিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এসময় বাড়ির ভেতরে রান্নার কাজে ব্যস্ত ওই নারীকে ঝাপটে ধরে। পরে তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যান তিনি।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, উক্ত ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত মোহাম্মদ নূর আলমকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই