কিশোরগঞ্জের ইটনায় বড় হাতকবিলা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আজ বৃহস্পতিবার বিকালে এর উদ্বোধন করেন।
ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন ও মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়ন ভায়া বড় হাহকবিলা সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে। সেতুটি চেইনেজ ২ হাজার ২৯০ মিটার এবং ৯৫ মিটার পিএসসি গার্ডার বিশিষ্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিন ঠাকুর খসরু, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামান, এলজিইডির ইটনা উপজেলা প্রকৌশলী রাশেদুল আলম প্রমুখ।
আগামী বছরের শুরুতে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন