আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি, বিএনপি রেজাউল করিম বাদশা, স্বতন্ত্র প্রার্থী পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
বৃহস্পতিবার এসব মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ। তিনি জানান, ২১টি সাধারণ ওয়ার্ডে বৈধ কাউন্সিলর প্রার্থী ১৩৭ জন ও ৭টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৫০ জন। শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাচাই-বাছাই করা হয়।
আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার ও ১২ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দের পর ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে মোট ১১৩টি ভোট কেন্দ্রে ভোট দেবেন পৌরসভার ২ লাখ ৭৫ হাজার ৮০০ ভোটার।
বিডি প্রতিদিন/এমআই