বরিশাল সিটি কর্পোরেশনের ১৭টি কেন্দ্রে করোনার টিকা প্রদান করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের সাথে একযোগে বরিশালে এই কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে আয়েজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ এই তথ্য জানান।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে নগরীর ১৫ ক্যাটাগরির ১০ হাজার জনের তালিকা পাঠানো হয়েছে। তাছাড়া এখনো সুরক্ষা অ্যাপে ও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। বরিশাল জেলার জন্য যে পরিমাণ ভ্যাকসিন এসেছে, সেখান থেকে নগরীর চাহিদা মোতাবেক ভ্যাকসিন প্রদান করা হবে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি, সদর হাসপাতালে ৮টি ও পুলিশ হাসপাতালে ১টি কেন্দ্র খোলা হয়েছে। সকাল ৮টা থেকে সারা দেশের সাথে একযোগে এসব কেন্দ্রে টিকাদান শুরু হবে বলে জানান তিনি।
ওইদিন সকাল ১০টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি মেয়র কোভিড টিকা প্রদান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সকল ধরনের বিভ্রান্তি দূরে রেখে করোনা মাহামারি থেকে মুক্তি পেতে স্বতঃস্ফূর্তভাবে টিকা নেয়ার জন্য নাম রেজিস্ট্রেশনের আহ্বান জানান সিটি মেয়র।
সংবাদ সস্মেলনে সিটি মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. মনোয়ার হোসাইন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান।
বিডি প্রতিদিন/এমআই