আশুলিয়ায় ট্রাক চাপায় সজীব হাওলাদার নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। পরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হাওলাদার বরিশাল জেলার হারুন হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি মোটরসাইকেল শো রুমের মেকানিক হিসেবে কাজ করতেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম খান জানান, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মোটরসাইকেল আরোহীসহ দুজন একটি গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজীব হাওলাদার নিহত হন, অপরজন আহত হন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক চালক ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই