গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাত জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে কালিয়াকৈর থানার পুলিশ এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে অভিযুক্তদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন মোশারফ হোসেন, মোশারফ উদ্দিন, শাকিল আহমেদ, প্রিন্স মাহমুদ, রঞ্জু, মমিনুর রহমান ও শিপন আহমেদ।
আজ শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান চৌধুরীর নেতৃত্বে ৬ জনকে এক মাসের কারাদণ্ড ও অন্য অভিযুক্তকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা