নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করে বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান ইমনের (১৭) সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে ইউএনও মো. সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। তিনি বরপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে উভয়পক্ষের কাছে মুচলেকা নেওয়া হয়।
সোহেল রানা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি ১৮ বছরের নিচে এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার ও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন।
পরে মেয়ের বয়স ১৮ বছর হওয়ার স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি মেয়ের পরিবার। এ ঘটনায় বরকে জরিমানা গুণতে হয়েছে। সেই সঙ্গে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই