নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার থেকে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমী আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ শনিবার ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রেজ্জাকুল হায়দার। উদ্বোধনী দিনে বিষয়ভিত্তিক রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদনিম ও জেলা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা দিলাওয়ার হোসেন।
প্রশিক্ষণে জেলার ৯ উপজেলা থেকে ৪ জন করে মোট ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রথম দিন মুসলিম পারিবারিক আইনসহ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর