বগুড়ায় আগামীকাল রবিবার করোনাভাইরাসের প্রথম টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম টিকা পাচ্ছেন কারা তাদের তালিকা ঢাকা থেকে প্রস্তুত হয়ে শনিবার রাতে বগুড়ায় আসবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী। বগুড়ায় আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আলী হাসপাতালে সকাল ১১টায় টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭ ফেব্রুয়ারি জেলা শহরসহ উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। এই জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্য-সহকারীসহ প্রয়োজনীয় সকল কিছুই প্রস্তুত করা হয়েছে। ২৯ জানুয়ারি বগুড়ায় প্রথম চালানের টিকা এসে পৌঁছেছে। ১০ হাজার ৮০০ ভায়াল টিকায় দিয়ে মোট ১ লাখ ৮ হাজার ডোজ টিকা প্রদান করা হবে। করোনার টিকা প্রতিজনকে দুবার করে নিতে হয় বলে বগুড়ার প্রায় ৫৪ হাজার নির্দিষ্ট ব্যক্তি করোনার টিকা নিতে পারবেন।
বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফিজুর রহমান তুহিন জানান, শনিবার রাতে কারা করোনাভাইরাসের প্রথম বা পর্যায়ক্রমে টিকা গ্রহণ করবেন তার তালিকা পাওয়া যাবে। সে তালিকা মতে টিকা প্রদান করা হবে। যারা আবেদন করে অনুমতি পেয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের এসএমএস পেয়েছেন তাদেরকে টিকা দেওয়া সম্ভব হবে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোর সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বগুড়ার আদমদীঘিতে ৬২০টি ভায়াল যা দিয়ে ৬ হাজার ১৯৮ জনকে টিকার ডোজ দেওয়া হবে। ধুনটে ৯২৯টি ভায়াল, দুপচাঁচিয়ায় ৫৬১টি ভায়াল, সারিয়াকান্দিতে ৮৬০ ভায়াল ও সোনাতলায় ৫৯২ বরাদ্দকৃত ভায়াল টিকা প্রেরণ করা হয়েছে।
এছাড়া বগুড়ার সদর উপজেলার জন্য ১ হাজার ৭৬৩টি ভায়াল যা দিয়ে ১৭ হাজার ৬২৫ জনকে ডোজ দেওয়া যাবে। গাবতলী উপজেলার জন্য ১০১৫টি ভায়াল, কাহালু উপজেলার জন্য ৭০৬টি ভায়াল, নন্দীগ্রাম উপজেলার জন্য ৫৭৪টি ভায়াল, শাহজাহানপুর উপজেলার জন্য ৯২০টি ভায়াল, শেরপুর উপজেলার জন্য ১ হাজার ৫৭টি ভায়াল, শিবগঞ্জ উপজেলার জন্য ১ হাজার ২০৩টি ভায়াল বরাদ্দ করা হয়েছে।
শনিবার বগুড়া জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়ার কোভিড-১৯ এর টিকা (করোনা ভাইরাস) বগুড়া সদরে ৪টি কেন্দ্রে প্রদান করা হবে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ায় করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ জানান, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা যাবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন তথ্য কেন্দ্রে।
এদিকে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এম কাদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, এরইমধ্যে টিকা প্রয়োগের জন্য গঠিত টিমের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা প্রস্তুত রয়েছে। প্রথমধাপে পাওয়া এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে করোনাকালের সম্মুখসারির লোকজনকে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর