বরিশালে ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ অহিদুজ্জামান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বরিশাল বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররা (ভূমি) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এমআই