কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অসহায় দরিদ্র ৫ শতাধিক শীতার্ত মানুষকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক আতাউর রহমান বিপ্লবের আয়োজনে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের দেয়া এসব কম্বল শীতার্তদের মাঝে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, প্রেস ক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাংবাদিক এবি সিদ্দিক, হুমায়ূন কবির সুর্য, রেজাউল করিম রেজা, বাদশাহ্ সৈকত, গোলাম মাসুদ, মিজানুর রহমান মিন্টু ও অন্যান্য সাংবাদিকগণ।
বিডি প্রতিদিন/আল আমীন