ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চরাঞ্চলের চরহরিরামপুর ইউনিয়নের দূর্গম এলাকা নতুন সালেপুর থেকে দুটি গৃহস্থ পরিবারের ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি ডাকাতদল।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৭/১৮ জনের একটি ডাকাত দল নতুন সালেপুর গ্রামের মোকছেদ মৃধার বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ৪টি এবং একই গ্রামের শেখ আব্দুর রব মিয়ার বাড়িতে গিয়ে একই কায়দায় ৬টি গরু ডাকাতি করে ট্রলারে নিয়ে চম্পট দেয়। ডাকাতি করে নিয়ে যাওয়া ১০টি গরুর মূল্য আনুমানিক ৭ লাখ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় রবিবার চরভদ্রাসন থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। গরু ডাকাতির ঘটনায় দূর্গম চরাঞ্চলের গৃহস্থদের মাঝে আতংক বিরাজ করছে।
চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন খান জানান, মাঝে মধ্যেই ডাকাত দল দূর্গম চরে হানা দিয়ে গরু-ছাগল ডাকাতি করে নিয়ে যায়। চরাঞ্চলে জনবসতি কম থাকায় ডাকাত দলটি নিবিঘ্নে চলে যায়।
চরভদ্রাসন থানার ওসি জাকারিয়া হোসেন জানান, চরাঞ্চলে ডাকাতিরোধে স্থানীয়দের সাথে গ্রাম পুলিশের পাহারা জোরদার করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন