কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় হাসান আলী (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দী-বোয়ালমারী সড়কে নিহতের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।
শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ হাসান আলী। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর বৃদ্ধ হাসান আলীকে জোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর