লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু চুরির অপবাদে বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে উপজেলা শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এর আগে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। তবে পুলিশ চেয়ারম্যানকে এখনো গ্রেফতার করতে পারেনি। সোমবার রাতে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি জামিয়ার জয় ও কামরুজ্জামান প্রমুখ।
মানববন্ধান ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেন।
গত শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/এমআই