বরগুনার পাথরঘাটায় একটি তক্ষকসহ আল আমিন(৩২) নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড। আল আমিনের বাবার নাম আ. হালিম। তাদের গ্রামের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা। সোমবার সন্ধায়ও কোস্টগার্ড বারিক নামের একজনকে তক্ষকসহ আটক করে। উদ্বারকৃত তক্ষকটির ওজন ৪২৫ গ্রাম।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে মঙ্গলবার সদর উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটা বন এলাকা থেকে তক্ষকসহ আল আমিনকে আটক করার কথা কোস্টগার্ড জানিয়েছে।
উদ্ধারকৃত তক্ষকটির ওজন ৪২৫ গ্রাম এবং সাইজ ১৭ ইঞ্চি। সন্ধা ৭ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্টেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
উল্লেখ্য, এর আগে সোমবার সন্ধ্যায় পাথরঘাটার মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে রঞ্জন বারিক নামক একজনকে একটি তক্ষকসহ আটক করে কোস্টগার্ড। উদ্বারকৃত তক্ষকটি রাতেই অবমুক্ত করে বনবিভাগ।
বিডি প্রতিদিন/এ মজুমদার