মেহেরপুরের গাংনীতে তিনটি ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গাংনী উপজেলার কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এর মধ্যে গাংনী বাজারের সবুজ ফার্মেসীকে ৩ হাজার টাকা, মিঠু ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং তহুরা ফার্র্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ও ওষুধ প্রশাসন বিভাগের (চুয়াডাঙ্গা) সহকারি পরিচালক কে.এম.মুহসীনিন মাহাবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী সোহরাব হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপনসহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার