ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহত আসমা বেগমের বাবা তোফাজ্জল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর আমরা বেশ কিছু আলামত পেয়েছি। যা দ্রুত সময়ের মধ্যে জানানো হবে। এ ঘটনায় নিহত আসমা বেগমের বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা রেখে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের টাংগন নদীর পশ্চিম পাড়ে স্বামী ও পূর্ব পাড়ে স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা উদঘাটনে পুলিশ, পিবিআই, ক্রাইম সিনের তিনটি ইউনিট মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/ফারজানা