ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর বালু অবৈধভাবে সরবরাহ, মজুদ ও বিক্রির দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল তিনটার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।
জরিমানা প্রদানকারী একজনের নাম মোশাররফ হোসেন ফকির (৪৭)। তিনি চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি চরভদ্রাসন সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামে। জরিমানা প্রদানকারী অপর ব্যাক্তির নাম মো. হাসান (৩০)। তার বাড়ি চরভদ্রাসন সদর ইউনিয়নের এম পি ডাঙ্গী গ্রামে।
ইউএনও জেসমিন সুলতানা বলেন, ২০১০ সালের বালু মহাল ব্যবস্থাপনা আইনের ৪ (ঙ) ধারা অনুযায়ী এ আদালত পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন