মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম (১৬) ও বাপ্পি (১৫) নামে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ ঘণ্টা পর নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরি দল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার কেরানিগঞ্জ থেকে ৩০ জনের একদল কিশোর মাওয়া পদ্মা সেতু ও পদ্মা নদী দেখতে আসে।
এসময়ে ওই কিশোররা ট্রলার নিয়ে পদ্মার চরে ঘুরতে যায়। একপর্যায়ে সবাই মিলে নদীতে গোসল করতে নামলে তামিম ও বাপ্পি নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার পর পরেই মাওয়া কোস্ট গার্ডের সহযোগিতায় বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাপ্পি ঢাকার কেরানিগঞ্জের শুভ্যাডার পূর্ব পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তবে তামিমের পরিচয় পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে কোস্টগার্ডের পাশাপাশি মাওয়া নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. সিরাজুল কবির।
বিডি প্রতিদিন/এমআই