বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সালাহউদ্দিন জুয়েল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি তার সহধর্মিণী শাহানা ইয়াসমিন সম্পা ও ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের সুস্থতা কামনায় খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে খুলনা টাউন জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন টাউন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবু সালেহ।
বিডি প্রতিদিন/এমআই