৩ মার্চ, ২০২১ ১৬:৫৩

মশার জ্বালায় অতিষ্ঠ কালিয়াকৈর পৌরবাসী

কালিয়াকৈর প্রতিনিধি

মশার জ্বালায় অতিষ্ঠ কালিয়াকৈর পৌরবাসী

মশার কামড়ে অতিষ্ঠ গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার বাসিন্দারা। মশা নিধনের কোনো পদক্ষেপ না নেয়ার কারণে দিন দিন বেড়েই চলেছে মশার উৎপাত। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী।  

স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সম্প্রতি মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসসহ বিভিন্ন স্থানে মশার উপদ্রব বেড়েছে। পৌরসভার বিভিন্ন নালা-নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ।

পৌরসভার কালামপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ নালা-নর্দমাগুলোতে মশক নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, আমরা ইতিমধ্যে পৌরসভার চারটি ইউনিটের মাধ্যমে মশা নিধনের কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশা নিধনের কাজ করা হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর