নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম গফুর আলী (৫৫)। তিনি জেলার মান্দা উপজেলার কৌর্বত্তপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
জানা যায়, গফুর আলী ও তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে পরে যান গফুর আলী।
এসময় মান্দাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন আহত হয়েছেন। এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর