৭ মার্চ, ২০২১ ০৯:০২

বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিকহতে শুরু করেছে।

আজ রবিবার ভোর ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এরপর ভোর ৬টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায়  ফেরি চলাচল স্বাভাবিক করে ফেরি ঘাট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের উভয়পাড়ে শত শত যানবাহন আটকা পড়েছে বলে দাবী করেছে ঘাট কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, 'ঘন কুয়াশার কারণে দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল ১টি ফেরি বৃদ্ধি করা হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।'

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর