৭ মার্চ, ২০২১ ১৪:২৭

নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ বিভাগের শ্রদ্ধাঞ্জলি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ বিভাগের শ্রদ্ধাঞ্জলি

নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ বিভাগ। জেলা প্রশাসন আয়োজিত শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতি নির্মাণ করা হয়। সেখানে একে একে সর্বস্তরের জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আজ রবিবার সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম, (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ওসি তাজুল খানসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে সকল কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। এছাড়াও জেলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠন ও সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দপ্তরসহ সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর আগে দিবসটি উদ্বোধন করে সর্বপ্রথম জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান সহকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর