বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে নাট্যদল ভূমিজের মিলনায়তন কক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পঞ্চগড়ের শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা কর্মীরা অংশ নেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন পঞ্চগড়- ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাসনুর রশিদ বাবু, জেলা পরিষদ সদস্য ও নারী কর্মী আক্তারুন্নাহার সাকি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা। এখানে গ্রামের খবর পাওয়া যায়। সব খবর এক নিশ্বাসে পড়া যায়। তারা বাংলাদেশ প্রতিদিনের সমৃদ্ধি ধরে রাখার নতুন নতুন পরিকল্পনা হাতে নেয়ার আহবান জানান। পরে এক চা চক্র অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন