দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ অনুষ্ঠান কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে।
বাগেরহাট প্রেস ক্লাবে বঙ্গবন্ধু ভিভিআইপি মিলনায়তনে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন।
আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার বাগেরহাট প্রতিনিধি আমিরুল ইসলাম বাবু, আরটিভির বাগেরহাট প্রতিনিধি এস এম সামছুর রহমান, বাংলাভিশনের বাগেরহাট প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, সাংবাদিক মামুন আহম্মেদ ও সোহবাব হোসেন রতন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই