বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ সিভিল সার্জন কার্যালয়ে মিলনায়তনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম উপলক্ষে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. মারিয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, ইসলামী ফাউন্ডেশন, স্বাস্থ্য বিভাগসহ সরকারী প্রতিষ্ঠানের ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ভূপেন চন্দ্র। প্রবন্ধে উল্লেখ করা হয়,স্বাস্থ্যের উন্নয়ন, রোগ প্রতিরোধ, সু-স্বাস্হ্যের জীবন ধারনের জন্য শিশুর মাধ্যমে শিশুর স্বাস্থ্য সচেতনতামূলক শিক্ষার বিষয় গুরুত্ব দিতে হবে। দেশব্যাপী এই কর্মসূচির আওতায় ক্ষুদে ডাক্তার তৈরী করে তাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রসার ঘটাতে হবে। সকল বয়সের নাগরিকদের কৃমি প্রতিরোধে পরিচ্ছন্নতাসহ সাধারণ স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল