ফরিদপুরের বোয়ালমারী উপজেলা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ৫০০ আসন মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মো. সেলিম, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মোহাম্মদ হুসাইন আহমেদ, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন