ব্রাহ্মণবাড়িয়ার দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার সকালে গোপন ভেলানগর গ্রামের কান্দার মোড় থেকে গ্রেফতারকৃতরা হলেন- নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের আব্দুল্লাহ (২১), মো. মানিক (২২)।
বাঞ্ছারামপুর থানা পুলিশ অভিয়ান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭শ ৫০ পিস ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার হয় আব্দুল্লাহ। বর্তমানে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ৩টি মামলা রয়েছে। কিছুদিন আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায় আব্দুল্লাহ। সে এলাকায় একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মেদ বলেন, নবীনগরের পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ ও তার সহযোগী মানিককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। আব্দুল্লাহের বিরুদ্ধে এর আগেও ২টি মামলা রয়েছে। বর্তমানে আমাদের মামলাসহ তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার