স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালাতে দেয়ার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
তিনি বলেন, অন্যান্য সেক্টরের শ্রমিকদের কাজের সুযোগ দেয়া হলেও শুধুমাত্র পরিবহন শ্রমিকরা গাড়ি চালাতে পারছে না। যে কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। তাই গণপরিবহন চালাতে দেওয়ার সুযোগের পাশাপাশি শ্রমিকদের ১০ টাকা কেজি দরে চাল দেওয়ারও দাবি জানান তিনি।
আজকের সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর