কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হ্নীলা ইউনিয়নে দমদমিয়া ও জাদিমুরা রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড় বেষ্টিত গহীন অরণ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান এবং ১৬ আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।
শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুইটি ইউনিটের প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্স এই অভিযানে অংশ নেয়। স্থানীয় ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্র অপরাধমূলক কর্মকাণ্ড শেষে নিজেদের গোপন আশ্রয়স্থল হিসেবে এই সকল দুর্গম এলাকা ব্যবহার করে আসছিলো বলে জানায় পুলিশ।
অভিযানে এপিবিএনের কমান্ডো ইউনিট এবং ড্রোন ব্যবহার করা হয়। এসময় সন্ত্রাসীদের ব্যবহৃত ২টি আগ্নেয়াস্ত্র এবং ৫টি ছোরা উদ্ধার করা হয়। এসময় জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, পাহাড়ি রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির