জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে হলে অবকাঠামোগত উন্নয়ন দরকার। আর এই অবকাঠামোগত উন্নয়নের জন্য শ্রমিকদের মেধার কোন বিকল্প নেই। দেশের রপ্তানি আয় সচল রাখতে শ্রমিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তাই প্রাণঘাতী করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গার্মেন্টগুলো চালু রয়েছে। যাতে আমাদের রপ্তানি আয় না কমে আসে।
শনিবার মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হুইপ আরও বলেন, দিনাজপুরের দশমাইলে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হচ্ছে। যেখানে শতশত যুবকের কর্মসংস্থান হবে। সেখানে উৎপাদিত পন্য ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হবে। এতে করে দিনাজপুর নতুন করে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করবে এই অর্থনৈতিক অঞ্চলের মধ্যদিয়ে।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তররের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, বেকারী মালিক সমিতির সভাপতি শামীম শেখ, ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক সাদাকাতুল বারী, দিনাজপুর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি বিমল আগওয়ালা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল