করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে ভালুকা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেদুয়ারীর ইউনিয়নের মেদুয়ারী গ্রামের অব্দুল বারেক মিয়া নামে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির পাকাধান রোজা রেখে ছাত্রলীগ নেতাকর্মীরা কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
গুলশান থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা আল মুনাদির নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ভালুকা উপজেলা ছাত্রলীগের প্রায় ২০ জন নেতাকর্মী।
কৃষক অব্দুল রাজ্জাক মিয়া বলেন, আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা জন্য শ্রমিক দেখা দিয়েছে। কিছু শ্রমিক পাওয়া গেলেও অনেক বেশি পারিশ্রমিক গুনতে হয়। এমন সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি।
বিডি প্রতিদিন/আল আমীন