নওগাঁর মান্দায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৫২)। তিনি উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যার আগে বাবুল হোসেন একটি মোটরসাইকেল যোগে নিয়ামতপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটকৈর জীবন কুন্ডুর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে বাবুল হোসেন গুরুতর আহত হন। আহত বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই