চুয়াডাঙ্গায় ইটভাটার মাটির কারণে ডিমের গাড়ি উল্টে যাওয়ায় ভাটা মালিককে ৩৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এ ক্ষতিপূরণের নির্দেশ দেন।
স্থানীয়রা জানায়, রাস্তার পাশের ইটভাটার কারণে চুয়াডাঙ্গার প্রায় সব রাস্তায় মাটি জমে থাকে। সোমবার রাতে বৃষ্টি হওয়ায় এসব রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। মঙ্গলবার সকালে দামুড়হুদার ইটভাটার সামনে পিচ্ছিল রাস্তায় ডিম বোঝাই একটি ভটভটি উল্টে যায়।
এতে কয়েক হাজার ডিম ভেঙে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান অবগত হয়ে ভাটা মালিক ইকবাল মাহমুদ টিটোকে ডিমের মালিককে ৩৫ হাজার এবং ভটভটির চালক ও হেলপারকে ৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
এসময় ইটের মৌসুম চলাকালে প্রতিদিন ইটভাটার দায়িত্বে রাস্তার মাটি অপসারণ এবং সাত দিনের মধ্যে রাস্তা সংলগ্ন ইট সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
বিডি প্রতিদিন/এমআই