খাগড়াছড়ি সদরের গঞ্চপাড়া এলাকার বাসীন্দা নুরুল আলমের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তোভোগীর পরিবার।
বুধবার তার পরিবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারের নেতৃত্বে তার ছোট ভাই আজাদসহ এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নুরুল আলম।
লিখিত বক্তেব্যে অভিযোগ করা হয়, গত ২৭ এপ্রিল তারাবির নামাজের পর হক মাদ্রাসার সামনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তার উপর এলোপাতারি মাথায়, বুকে ও চোখে আঘাত করে। এতে তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর খাগড়াছড়ি সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে এখন পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়ায় তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল