৭ মে, ২০২১ ১৩:৫৩

নিউইয়র্কে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন কমিটি; আহ্বায়ক রাফেল, সদস্য সচিব বাবু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন কমিটি; আহ্বায়ক রাফেল, সদস্য সচিব বাবু

৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী’ পালনে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের সম্মিলিত কর্মসূচির জন্যে গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন রাফেল তালুকদার, সদস্য-সচিব সারোয়ার খান বাবু এবং প্রধান সমন্বয়কারি হয়েছেন আশরাফ উদ্দিন ঠাকুর। 

আয়োজক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ১৬ মে অনুষ্ঠিত সভায়। সেদিন ব্যাপক প্রস্তুতির মাধ্যমে যাবতীয় কর্মসূচি প্রকাশ করা হবে। ৫ মে বুধবার সন্ধ্যায় এ আয়োজনের সাথে সম্পৃক্ত শীর্ষ ব্যক্তিবর্গের এক অনির্ধারিত আলোচনা সভায় আরো জানানো হয়। প্রবাসে জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উজ্জীবত সকলকে আমন্ত্রণ জানানো হবে এ সমাবেশে। 

উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আকতার হোসেন বাদল এ সময় জানান, ৩০ মে’র কর্মসূচির মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারের মধ্যেকার অনৈক্য ঘুচে যাবে। সকলে ঐক্যবদ্ধভাবে সংকল্প নেব বিএনপির রাজনীতির পরিপূরক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে বিস্তৃত করতে। 

এ সময় বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, রাফেল তালুকদার, একেএম রফিকুল ইসলাম ডালিম প্রমুখ ছিলেন। ইফতার গ্রহণের প্রাক্কালে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর