নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ধারণা, ‘একটি দোকানে ওয়েল্ডিং করার সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’
সোমবার দুপুরে শহরের মীরজুমলা সড়কের সিটি কর্পোরেশনের ৭ নম্বর মার্কেটের (পুরাতন মুরগি পট্টি) পলিথিনের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আবুল খায়ের বলেন, ‘সবাই ঈদের বেচাকেনায় ব্যস্ত। এর মধ্যে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দেখা যায়, পলিথিনের দোকানে আগুন লেগেছে। আমরা পানি দিলেও তাতে কোনো কাজ হয়নি। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়।’
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুপুর ২টা ৪৫মিনিটে দিগুবাবু বাজারে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।’
স্থানীয়দের বরাত দিয়ে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, এই মার্কেটে সারিবদ্ধভাবে ৩৬টি দোকান রয়েছে। একটি আরেকটির সঙ্গে লেগে আছে। দক্ষিণ দিকে একটি সেলুনের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। ধারণা করা যাচ্ছে ওইসময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ এসে পলিথিনের দোকানে পরে। এতে করে পলিথিনে দ্রুত আগুন ছড়িয়ে পরে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/এমআই