বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘি মধ্যপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রীগুলো পেয়ে এলাকার শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
বুধবার দুপুরে ওই এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু ও তার ছেলে ইশরাক আল রহমান অর্ণ।
বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, তাঁতী লীগ নেতা আশিকুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা পারভেজ।
বিতরণকালে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য ঈদ সামগ্রী প্রেরণ করেছেন। প্রধানমন্ত্রী আপনাদের কথা ভাবেন বলেই আজ তার কর্মী হিসেবে আপনাদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিতে এসেছি। আওয়ামী লীগ জনমানুষের জন্য রাজনীতি করে। দেশের কল্যাণে কাজ করে। এ দেশকে সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলবই।
বিডি প্রতিদিন/আরাফাত