টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহিম লিপু (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সে ওই গ্রামের কুজরত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে ভোররাতে লিপুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, মৃত্যুর কারণ শনাক্ত করতে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন