বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের বেতমোর গ্রামের চিহ্নিত চোর এইচ এম রানা ওরফে সিদ্দিকের বাড়ি থেকে ডাকাতের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) এস এম তারিক।
তিনি জানান, সিদ্দিক একজন চিহ্নিত চোর, চোরাই মালামাল বিক্রি আর চুরিই হচ্ছে তার পেশা। তার বিরুদ্ধে বেতাগী থানায় একাধিক চুরি মামলাসহ অস্ত্র মামলা রয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, সিদ্দিক একজন দূরদর্শী চোর। চুরির পাশাপাশি মাদক ব্যবসার সাথেও সে জড়িত। ভয়ে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস করে না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত তপু জানান, সিদ্দিক বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সিদ্দিকের এলাকায় যায়। তবে সে সোর্সের মাধ্যমে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সিদ্দিকের ঘরে তল্লাশি করে দেশীয় ৪টি উন্নতমানের পাইপগান, শর্টগানের ৪ রাউন্ড কার্তুজ, রামদা, ছেনা, রড, বৈদ্যুতিক তারসহ চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন