ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে বাসচাপায় এক অটোরিকশা চালক (৫৫) নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায় নি।
দুর্ঘটনায় আহত দুই যাত্রী ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো এমরানুল ইসলাম ও জরুরি বিভাগের চিকিৎসক নামজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কাউতলী অভিমুখী একটি বাস পিছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ বাসের নীচে চাপা পড়েন অটোরিকশার চালক। অন্য দুই যাত্রী অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় কয়েক যুবক আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর একজন মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার