বগুড়ার সদর উপজেলায় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আত্মহত্যা করেছেন আশিক পাইকার (২৫) নামে এক যুবক। গতকাল রবিবার (১৩ জুন) রাতে আশিকের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আশিক বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়া গ্রামের কোরমান আলীর ছেলে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গতকাল বিকেল থেকে সন্ধ্যায় মধ্যে কোন এক সময় সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ঢালাই মিস্ত্রি আশিক। রাতেই তার লাশ উদ্ধার করা হয়। আশিক তিনটি বিয়ে করেছেন। বর্তমানে তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন। কিন্তু তার তৃতীয় স্ত্রী ইনি খাতুনের সঙ্গেও তার পারিবারিক কলহ চলছিল। এসব কারণে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত