১৯ জুন, ২০২১ ১২:৩১

নেত্রকোনার দুর্গাপুরে আবারও লোকালয় থেকে অজগর উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আবারও লোকালয় থেকে অজগর উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে একটি অজগর সাপ উদ্ধার করেছে সেভ দ্য এনিমেলস অব সুসং সংগঠনের সদস্যরা। সাপটি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের চরপাড়া এলাকার একটি বাসার দেয়াল থেকে উদ্ধারের পর শনিবার সকালে সেটি অবমুক্ত করা হয়।

সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, রাতে একটি বাসার টিনের বেড়া দেওয়া বাঁশের খুঁটিতে অজগরটিকে পেঁচিয়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা বাঁশ ও লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। এসময় অন্যরা আমাদের সংগঠনের সদস্যদের জানালে আমরা তাৎক্ষণিক গিয়ে সাপটি উদ্ধার করি।

ধারণা করা হচ্ছে, বাড়িটির পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী সোমেশ্বরীর পানিতে হয়তো অজগরটি ভেসে চলে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাতের আধারে লোকালয়ে চলে আসে। এটি প্রায় ৫ ফুট লম্বা। পরে এটিকে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকার্তা রাজিব উল আহসানের কাছে বুঝিয়ে দিলে তিনি বন কর্মকর্তাদেরকে সাপটি অবমুক্ত করার নির্দেশ দেন। 

এর আগে সম্প্রতি ৮ ফিট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছিল।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর