২০ জুন, ২০২১ ১৮:৫৯

নৌকা ছেড়ে ঘরে যাচ্ছেন সেই গোলাপী বেগম

শরীয়তপুর প্রতিনিধি:

নৌকা ছেড়ে ঘরে যাচ্ছেন সেই গোলাপী বেগম

অবশেষে নৌকা ছেড়ে ঘরে উঠছেন ডামুড্যা জয়ন্তী নদীতে নৌকায় থাকায় সেই গোলাপী বেগম।

আজ দুপুরে ইউএনও আলমগীর হুসাইন সেই জয়ন্তী নদীতে গিয়ে তাকে তার নতুন ঘরে চাবি ও জমির দলিল বুঝিয়ে দেন। 

গোলাপী বেগমের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের মৃত মোঃ আশ্রাফ আলীর স্ত্রী।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হুসাইন জানান, ওনার (গোলাপীর) সম্পর্কে আগে কিছু জানতাম না, বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পর জেলা প্রশাসক ও আমাদের নজরে আসে। এরপর তাকে বয়স্ক ভাতার কার্ড ও নগদ কিছু অর্থ দিয়েছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ জেলা প্রশাসক স্যারের নির্দেশে তাকে নতু ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হলো। রঙের কাজ বাকি আছে, রঙের কাজ শেষ হলে দু' এক দিনের ভিতরে ঘরে উঠতে পারবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর