করোনা সংক্রমণ প্রতিরোধের কঠোর লকডাউনের মধ্যেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরা অব্যাহত রয়েছে।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে এসব যাত্রী দেশে প্রবেশ করছেন।
রবিবার দুপুরে চেকপোস্ট দিয়ে একজন যাত্রী দেশে ফিরেছেন। এ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ পর্যন্ত ৩০৪ জন আটকেপড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।
ফিরে আসা প্রত্যেক যাত্রীকে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে তাদেরকে নির্ধারিত আইসোলেশনে রাখা হচ্ছে ও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তাদের প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এ পর্যন্ত এই পথ দিয়ে ৩০৪ জন ভারত থেকে দেশে ফিরেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পূর্ণ হওয়ায় ১৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, এখনও দেশে ফিরছেন ভারতে আটকে পাসপোর্টধারী বাংলাদেশিরা। ৩০ জুন পর্যন্ত ২৯৯জন দেশে ফিরেছেন। গত শনিবার ৪ জন ফিরেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ